Header Ads

সর্বশেষ

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সৌদি আরব সহ সকল ধর্ম ব্যবসায়ীরা।

 


করোনার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব সহ বিশ্বের সকল ধর্ম ব্যবসায়ীরা।

কেননা এরকম বিনা চালানে দ্বিতীয় আর কোন ব্যবসা এই পৃথিবীতে আছে বলে আমার জানা নেই।

যে ব্যবসায় কোনরকম পুঁজি কিংবা কষ্ট ছাড়া শুধুমাত্র মানুষের ইমোশনকে কাজে লাগিয়েই গত বছর আয় করেছিলেন “১২শত কোটি মার্কিন ডলার”, যেখানে এবার তারা একটি টাকারও মুখ দেখেন না!

তবে খুব শীঘ্রই তারা সীমিত আকারে খুলবে এবং ব্যবসা টিকিয়েও রাখবেন এমনটিই আভাস পাওয়া যাচ্ছে, তারা মনে করছে যা পাই, অর্থাৎ “সামথিং ইজ বেটার দেন নাথিং” থিউরিতে চলে গেছে আরকি।

অবশ্য তাদের ভাষ্যমতে এটি কোন ব্যবসা নয়, যা হচ্ছে তা সম্পূর্ণ শরীয়াহ মোতাবেকই হচ্ছে।

No comments