বাংলাদেশীদের নাম রাখার পদ্ধতি
বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই নাম হয় ডাকনাম (ফার্স্ট নেম বা গিভেন নেম ) ও পারিবারিক নামের (লাস্ট নেম বা সারনেম ) সমন্বয়ে। কোন কোন সময় একটি মিডল নামও থাকে। বাবার যে লাস্ট নেম থাকবে ছেলে-মেয়েদের সেই লাস্ট নেম হবে. বাংলাদেশের কিছু সংখ্যক লোক এটা ফলো করে, কিন্তু অধিকাংশ নামই খুবই সমস্যা তৈরী করে – বিশেষ করে বিদেশে এলে. কিছু উদাহরণ দিচ্ছি –
– হিন্দুদের ‘শ্রী ‘ ফলো করে মুসলমানদের মধ্যে নামের আগে MD রাখার প্রচলন হয়েছে। MD হলো মোহাম্মদের শর্ট ফর্ম। বিদেশে আসলে এই শর্ট ফর্ম চলে না. তারা জিজ্ঞেস করে, MD মানে কি? আপনি বললেন মুহম্মদ।তাহলে আপনার ডাকনাম হয়ে গেলো মুহম্মদ। আমার এখানে একজনের ৪ ভাই থাকেন, তাদের সবার নামের আগে MD আছে. তাই এদের সবার ডাকনাম হয়ে গেছে মুহম্মদ। সুতরাং নামের আগে MD লাগাবেন না.
– খাস নাম, ডাকনাম। বাংলাদেশে এটার খুব প্রচলন হয়েছে যে, প্রথমে একটি দীর্ঘ সুন্দর নাম রাখবে, তার শেষে থাকবে ছোট্ট একটি ডাকনাম। সবাই তাকে ডাকতাম বলে ডাকবে,কিন্তু স্কুলের খাতায় থাকবে খাস নাম. যেমন, রেজাউল কবির শিশির , নূর জালালী রুমি, ফারহানা আফরিন ইবতি, ইত্যাদি। আপনি যদি রুমি বলে পরিচিত হতে চান তাহলে আপনার নাম হওয়া উচিৎ রুমি (ডাকনাম) নূর (মিডল নেম ) জালালী (লাস্ট নেম ).
– কোন কোন পরিবারে ভাইদের নাম এক রকম মিলিয়ে রাখা হয়. যেমন, আমার বন্ধুর ভাইদের নাম এ রকম – হাবীব আবুল মুস্তাইন, হাবিব আবুল মোস্তাক, হাবিব আবুল মুনতাসির, ইত্যাদি। বিদেশে এসে এদের সবার নাম (ডাকনাম) হয়েছে হাবীব আর প্রত্যেকের পারিবারিক (লাস্ট নেম ) নাম হয়েছে আলাদা যদিও তারা ভাই ভাই.
– নাম রাখার সময় নামের ইংরেজী অর্থ কী হয় সেটাও ভেবে দেখবেন। যেমন আমার এক বন্ধুর নাম আশফাক – ইংরেজীতে লেখেন Assfuk. এর খুব খারাপ অর্থ আছে ইংরেজীতে। এক চীনা ভদ্রলোক, তার নাম Fuk Yu (ফুক ইউ), ভেবে দেখুন কি অবস্থা!
– সুতরাং যারা বিদেশে আসতে চান তারা এখন থেকেই নাম বদলে ফেলুন।
নাম সঠিক করার কিছু নমুনা দিচ্ছি-
বর্তমান নাম: MD Rafiqul Islam Siddiqi
পরিবর্তিত নাম: ডাকনাম – Rafiq পারিবারিক নাম: Siddiqi
বর্তমান নাম: MD Ashiqur Rahman Ashiq
পরিবর্তিত নাম: ডাকনাম – Ashiq পারিবারিক নাম:Rahman
বর্তমান নাম: বাবার নাম Rafiq Chowdhury
বড় ছেলের নাম: Raihan Sharif
পরিবর্তিত নাম: ডাকনাম – Sharif পারিবারিক নাম:Chowdhury
ছোট ছেলের নাম: Rayhan Arif
পরিবর্তিত নাম: ডাকনাম – Arif পারিবারিক নাম:Chowdhury
বর্তমান নাম: বাবার নাম Abdul Mannan Shaikh
মেয়ের নাম: Sumayal Mahmuda Shifa
পরিবর্তিত নাম: ডাকনাম – Shifa পারিবারিক নাম: Shaikh
No comments