Header Ads

সর্বশেষ

কার্টুনিস্ট কিশোরের জবানবন্দিতে RAB এর নির্যাতনের বর্ণনা


কার্টুনিস্ট কিশোরের জবানবন্দিতে আজ আমরা RAB এর নির্যাতনের বর্ণনা শুনে হতবিহবল হয়েছি। ২০১৩ সালে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক একটা বই লিখেন; বইটির নাম "কারাগার থেকে বলছি"। এই বইটিতে পুলিশি হেফাজতে নিপীড়নের নৃশংস বিবরণ অন্য সমস্ত ঘটনাকে ছাড়িয়ে গেছে। আমি সেই বর্ণনার কিছু অংশ তুলে ধরছি।
“পুরুষাঙ্গের সাথে তিন কেজির পাথর ঝুলিয়ে দিয়েছে- এমন একজন রাজশাহী নিবাসী একজন ব্যবসায়ী বন্দী আমি দেখেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে। একই বন্দীকে ডিবি কার্যালয়ে দুই চোখে আঙ্গুল দিয়ে সজোরে খোঁচা মেরেছে। ঘটনার এক মাস পর দেখেছি তার এক চোখের অর্ধেকটা জুড়েই লাল রক্তের থোকা জমাট বাধা আছে। এমন বন্দীও দেখেছি, যার পুরুষাঙ্গের সাথে বিদ্যুতের ক্লিপ লাগিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়া হয়েছে। উলঙ্গ করে দশজন মানুষের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আলেম ও দ্বীনদার মানুষকে। পায়খানার রাস্তা দিয়ে একের পর এক গরম ডিম বা ঠান্ডা বরফ ঢুকিয়ে দিয়েছে।
এমন বন্দীও দেখেছি, হাত-পায়ের সমস্ত নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে তুলে নিয়েছে। হাতের আঙ্গুলের ভিতর পিন ঢুকিয়ে দিয়েছে অতঃপর সেই পিনের মাথায় অনবরত আঘাত করেছে বা গ্যাস লাইটে আগুন ধরিয়ে পিনের মাথায় উত্তাপ দিয়েছে এতে আঙ্গুলের মধ্যে ঢুকানো সম্পূর্ণ পিন গরম হয়ে আঙ্গুলের মাথা পুড়ে কালো হয়ে গেছে। দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে শূন্যে ঝুলিয়ে রেখেছে বা দু পা উপরে দিয়ে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। বন্দীর সামনে তার স্ত্রীকে, বোনকে বা মাকে এনে উলঙ্গ করে ফেলেছে। এমন বন্দীও আছে যার স্ত্রীকে এনে উপর্যুপরি ধর্ষণ করেছে। ষোল বার ধর্ষণ করা হয়েছে একজনের স্ত্রীকে এমন ঘটনাও ঘটেছে।"

প্রকাশিত বইয়ের এই বিবরণটি ভয়াবহ এবং অবিশ্বাস্য। বইটি প্রকাশিত হওয়ায় এই ঘটনার দায় অস্বীকার করার উপায় নেই। আমি সত্যকে উদঘাটনের জন্য সরকারকে এই ঘটনার পূর্ণ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য তদন্ত করার আহ্বান জানাব। অন্যথায় এই ভয়াবহ ঘটনার জন্য সরকারের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। যদি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা বিশ্বাসযোগ্যভাবে খালাস না পায় তবে তাদের একদিন মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। আমি বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোকে বইয়ে প্রকাশিত পুলিশে হেফাজতে নির্যাতনের ঘটনাগুলোকে আন্তর্জাতিক ফোরামে তোলার আহবান জানাই। 

No comments