মুশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ৬৬ লেখকের বিবৃতি
এইখানে যারা সাক্ষর করছেন সবাইকে ধন্যবাদ জানাই। যারা উদ্যোগ নিয়েছেন তাদের সাধুবাদ জানাই। তবে এই বিবৃতিকে আরো শক্তিশালী করার জন্য আপনাদের জন্য একটা আন্তরিক পরামর্শ আছে আশা করি ভেবে দেখবেন।
এই বিবৃতির ইম্প্যাক্টকে আরো বহুগুণে বাড়ানো যেতো যদি নানা ঘরানার লেখকদের এই বিবৃতিতে আনা যেতো। যেমন ধরেন জাফর ইকবাল। এই নাম শুনেই অনেকে হা রে রে রে করে উঠবেন। দাড়ান দাড়ান ভাইজান, আপনি এই বিবৃতি দিয়ে সরকারকে চাপে ফেলতে চাইছেন। তো জাফর ইকবাল যদি এই বিবৃতিতে সাইন করেন সরকার অতিরিক্ত চাপে পড়ে কিনা? যদি তিনি সাইন করতে নাও চান সেটাতেও লাভ। আমার অনুমান জাফর ইকবালের কাছে এই বিবৃতিতে সাক্ষর নিতে গেলে তিনি দিতেন সাক্ষর।
সত্যিই যদি জনপ্রিয় লেখকদের সাক্ষর নিতে চান যাদের নামের জন্য তাদের পাঠকদের এক কাতারে দাড় করাতে পারবেন তাহলে আরিফ আজাদের সাক্ষর নিতে পারতেন। সাদাত হোসেইন, চমক হাসান, আইমান সাদিক এদের কাছে থেকে সাক্ষর নিতে পারতেন। এমনকি আওয়ামী ঘরানার স্বকৃত নোমানের কাছে থেকে। আমার নিশ্চিত বিশ্বাস ওদের কাছে এপ্রোচ করলে ৫০-৬০% সাক্ষর দিতো এই ইস্যুতে।
রাজনীতি মাথার খেলা। মাথা দিয়ে খেলুন। আমি যাদের নাম বললাম তাদের মধ্যে একজনকেও যদি এই বিবৃতিতে সাক্ষর করাতে পারতেন কী ইমপ্যাক্ট হতো ভাবুন একবার।
No comments