শুভ জন্মদিন সমরেশ মজুমদার।
নিকোলাই অস্ত্রভস্কির পাভেল আমাদের কৈশোরের স্বপ্ন ছিলো। সমরেশ মজুমদারের কালবেলার অনিমেষ আমাদের যৌবনের স্বপ্ন ছিলো। নিকোলাই অস্ত্রভস্কি কখনো জানতে পারেন নি তিনি কত মানুষের জীবনকে প্রভাবিত করেছেন। সমরেশ মজুমদারও জানেবেন না যে তার একটা উপন্যাসের চরিত্র কতজনের আসল জীবন হয়ে গেছে।
সমরেশ মজুমদার, আপনার কলমে যাদু আছে, হ্যামিলনের বাশীওয়ালার মতো। একজন বাঙালি সাহিত্যিক তরুণ সম্প্রদায়ের উপর আপনার মতো এমন প্রভাব কখনো তৈরি করতে পারেনি। বাংলাদেশের ৯০ এর প্রজন্ম যারা গণ অভ্যুত্থান করেছিলো তারা সকলেই ছিলো আপনার কালবেলা প্রভাবিত। আমরা ৯০ এর আগুনে ঝাপ দেয়া তারুণ্য, সেই তারুণ্যের সকলেই অনিমেষ হয়ে উঠতে চেয়েছিলো। আজকেও বাংলাদেশে সেই প্রজন্মের যারা শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের একটা বড় অংশ তো আপনার বইয়ের সেই অনিমেষ।
শুভ জন্মদিন সমরেশ মজুমদার।
No comments