Header Ads

সর্বশেষ

ওয়াজকারীদের ভন্ডামী



"যারা জেহাদ করবে ও শহীদ হবে তাদের আত্নাকে জান্নাতের ভেতরে থাকা একটা সবুজ কালারের পাখির পেটের ভেতরে ঢুকিয়ে দেয়া হবে। তারপর সবুজ পাখিগুলো ঘুরতে থাকবে। এই গাছে, ঐ গাছে উড়ে উড়ে তারা ফল খাবে। জান্নাতে আল্লাহ যে এয়ারকন্ডিশন ফিট করে রেখেছেন সেটির আশে পাশে একসময় সবুজ পাখি গুলো উন্নততর হাওয়া খাবে আর আরাম করবে। 


আবার যখন ওই সবুজ পাখিগুলোর একটু আয়েশ করবার ইচ্ছা হবে ও ঘুম পাবে তখন ওই পাখিগুলো আল্লাহর আরশের নীচে যেখানে আল্লাহ অনেক বাসা বানিয়ে রেখেছেন সেখানে গিয়ে ঘুমিয়ে পড়বে তারপর আবার তারা গাছে গাছে ঘুরবে ও ফল খাবে"

বাণীখানা আমার না। জে এম বি'র শায়খ আব্দুর রহমানের। জঙ্গীবাদের জন্য যার ফাঁসি হয় ২০০৫ কি ২০০৬ সালে।

রহমানের এই জাতীয় ওয়াজ শুনে ও তাতে অনুপ্রাণিত হয়ে অনেক যুবক ও তরুন সবুজ পাখির পেটের ভেতর ঢুকে গাছে গাছে ফল খাবার জন্য বোমা মেরেছে আদালতে, সিনেমাহলে কিংবা খুন করেছে সাধারণ অনেক নাগরিককে।


আর তেমন কিছুই বলার নাই। ভাবারও নাই।

আমাদের দেশে এত তরুন আর যুবকের মাথায় গরুর গোবর আছে, এতটা নীচু করে ভাবিনি কখনো। কিছু মানুষের মাথায় কিভাবে এই বস্তু উৎপন্ন হয়েছিলো বা হচ্ছে, এই একটা ভাবনাই আমাকে এখন ভাবাচ্ছে কেবল।

একটা ব্যাপার খুব লক্ষ্যনীয়। আব্দুর রহমান নিজে কিন্তু সবুজ পাখির পেটে ঢুকবার ইচ্ছে করেনি। গ্রেফতারের আগ পর্যন্ত সে বাঁচার চেষ্টা করেছিলো।

No comments