Header Ads

সর্বশেষ

আল্লা কি কি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন?

শুরুতেই নারীকে ভোগ্যপণ্য মনোরঞ্জনের জন্য বিনোদন সামগ্রী বানানো হয়েছে।একটি বার ভেবে দেখুন আপনার সৃষ্টি করতা আপনার মা। ভেবে দেখুন নারী যদি বিনোদন সামগ্রী হয় তাহলে নারীর তালিকায় আপনার মা ও আছেন।


আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনাকে কে সৃষ্টি কতেছে। আপনি বলবেন আল্লা।তো আল্লা কি আপনাকে কোন ফেক্টরিতে বানিয়েছেন। নাকি আপনি মাত্রি গর্ভে থেকে জন্মেছেন।


আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম আল্লা মাত্রি গর্ভে মানুষ বানান। তো ভাইয়া জন্মের সময় অনেক মানুষ প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় অনেকের চোখ হাত পা এই সমস্যা জন্ম থেকেই থাকে তাহলে তো আল্লা দক্ষ কারিগর নয়। তিনি সঠিক ভাবে মানুষ বানাতে পারেন না আল্লার ও অদক্ষতা আছে। এখন নিশ্চয়ই পেছে পড়ে গেছেন।


আসুন দেখি আল্লা কি কি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন?


অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।৮৬সূরা :৫ -৬


এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।৮৬ সূরা ত্বরিক:৭

আর তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন।- ২৫ সুরা লুকমানঃ৫৪

আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন।-৩৫ সুরা ফাতিরঃ১১


আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি।-৩৬ সুরা ইয়াসিনঃ৭৭


আমি তো ছাঁচে-ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি।-১৫ সুরা হিজরঃ২৬


ওদেরকে আমি এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছি। -৩৭ সুরা সাফফাতঃ১১


তিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। -৩৯ সুরা জুমারঃ৬


মানুষকে তিনি পোড়ামাটির মত শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন। – ৫৫ সুরা রহমানঃ১৪

এক আল্লার কথা এরকম হলে, তার বান্দার কথা কি রকম হতে পারে?


এটা নিয়ে কোরানে ভুল ও পরস্পর বিরোধিতা আছে।


“মানুষ কি দিয়ে সৃষ্টি হয়েছে”


মানুষ “কোনোকিছু” থেকে সৃষ্টি হয় নি। ― সূরা মারইয়াম:৬৭ (সূরা ১৯:৬৭)


বৈপরীত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “জমাট রক্তপিন্ড দিয়ে।” ― সূরা আলাক:২ (সূরা ৯৬:২)


বৈপরিত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “পানি দিয়ে।” ― সূরা আম্বিয়া:৩০ (সূরা ২১:৩০)


বৈপরীত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “বীর্য দিয়ে।” ― সূরা নাহল:৪ (সূরা ১৬:৮)


বৈপরীত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “কাদা ও মাটি দিয়ে।” ― সূরা হিজর:২৬ (সূরা ১৫:২৬)


বৈপরিত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “ধূলা দিয়ে।” – সূরা আল ইমরান:৫৯ (সূরা ৩:৫৯)

বৈপরীত্যঃ

মানুষ সৃষ্টি হয়েছে “জমি” দিয়ে। ― সূরা হুদ:৬১ (সূরা ১১:৬১)

No comments