স্বর্গ বেহেশত কেউ বিশ্বাস করে না
স্বর্গ বেহেশত কেউ বিশ্বাস করে না। অসুখ হলে ইহুদী-খ্রিষ্টানদের তৈরি ওষুধ খেয়ে বেঁচে থাকতে চায়। দুনিয়ার সুখ উপলব্ধি করতে চায়। আপনি যদি বেহেশতে যেতে চান তাহলে বেঁচে থাকার জন্য কাফেরদের তৈরি ওষুধ খান কেন। আপনি মরতে চান না কেন নাকি আপনার বেহেশতে বিশ্বাস নাই পরকালে বিশ্বাস করেন না।
আল্লাহর ইশারায় যদি দুনিয়াতে সব কিছু হয়। তাহলে আপনার অসুস্থতার কারণ হলো আল্লাহর ইশারা তে হয়েছে। এখন আপনি যদি কাফেরদের তৈরি ওষুধ খান তাহলে আল্লাহর বিরুদ্ধাচরণ হয়ে গেল। আপনার আপনজন যখন মারা যায় তখন আপনি খুব কাঁদেন সেটাও আল্লাহর বিরুদ্ধাচরণ হয়ে গেল কারণ আপনি আল্লাহর এই বিচার মানতে পারতেছেন না তাই আপনি কাঁদতেছেন । এখন প্রশ্ন হলো আপনি কাঁদেন কেন আপনি কি চান না যে আপনার আপনজন বেহেশতে যাক। নাকি আপনি পরকালে বিশ্বাস করেন না বেহেস্ত বলে কিছু আছে বলে বিশ্বাস করেন না। আপনার তো খুশিতে আত্মহারা হওয়ার কথা কারণ আপনার আপনজন বেহেস্তে চলে গেছে কিন্তু আপনি আনন্দিত না হয় মর্মাহত হচ্ছেন। নাকি আপনি বেহেস্তের চেয়ে দুনিয়ার সুখ কে বড় মনে করেন তাই আপনি আপনার আপন জনের মৃত্যুতে কাঁদেন । আপনার শিশুটি যখন মারা যায় তখন তো আপনার খুশিতে আত্মহারা হওয়ার কথা কারণ আপনার শিশুটি কোন গুনা করেনি কোন পাপ করেনি সে বেহেশতে চলে যাবে আপনি কি চান না আপনার সন্তান বেহেশতে যাক। তাহলে কাঁদেন কেন আপনি কি বেহেশতের সুখ দুনিয়ার সুখের চেয়ে ছোট মনে করেন। নাকি আপনি আল্লাহকে বিশ্বাস করেন না ।আল্লাহর ইচ্ছায় যদি জন্ম মৃত্যু হয় তাহলে আপনার সন্তানের মৃত্যুর কারণ আল্লাহর ইচ্ছা তিনি চেয়েছেন যে আপনার গুনাহ করার আগে বেহেশতে নিয়ে যেতে নিশ্চয়ই আপনার এতে ও খুশি হওয়ার কোন কারন দেখতেছি না কারণ আপনি একজন ধার্মিক এবং আল্লাহতে বিশ্বাস। তারপরেও যদি আপনি কাঁদেন তাহলে আপনার কাটার কারণটা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে গেল।
No comments