Header Ads

সর্বশেষ

হেফাজতে ইসলাম ডোবার মাছ হয়েও সমুদ্রের মাছ ভাবা শুরু করেছিলো।

হেফাজতে ইসলাম নিজেরা পরিত্যক্ত পুকুর বা ডোবার মাছ হয়েও সমুদ্রের মাছ ভাবা শুরু করেছিলো। তবে তারা জানতো না যে, পুকুর বা ডোবার মাছের দেহ এবং সমুদ্রের কিছু মাছের দেহ বাহির থেকে দেখতে অনেকটা একরকম হলেও, দেহের ম্যাকানিজম সম্পূর্ণ ভিন্ন।

অতঃপর সমুদ্রের পানিতে পিএইচ ও অক্সিজেনের ভিন্নতা থাকার ফলে ভারসাম্য রাখতে না পেরে পুকুর বা ডোবার মাছগুলো (হেফাজতে ইসলাম) মারা যায়।
এবং কয়েক হাজার বছর পর হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো বলবে আর গল্প করবে যে, এভাবেই পৃথিবী থেকে দু'পাওয়ালা এক ধরনের শক্তিশালী প্রাণী বিলীন হয়, ঠিক তারও কয়েক হাজার বছর আগে ডাইনোসরও উল্কার আঘাতে যেভাবে ধ্বংস হয়!

No comments