শেখ মুজিব হত্যার বেনিফিশিয়ারি শেখ হাসিনা নিজেও
১৯৮১ তে তিনি যখন দেশে আসলেন তখন তিনি বললেন জিয়া শেখ মুজিব হত্যার বেনিফিশিয়ারি। তার মানে হত্যা করে নাই সে কিন্তু হত্যা হওয়ায় লাভবান হইছেন। সেই হিসাবে শেখ মুজিব হত্যার বেনিফিশিয়ারি শেখ হাসিনা নিজেও। কারণ সবকিছু স্বাভাবিকভাবে চললে শেখ মনি শেখ মুজিবের উত্তরাধিকার হইতেন। তারপরে লাইনে ছিলেন শেখ কামাল। শেখ হাসিনা লাইনেই ছিলেন না।
যাই হোক, আজকে শেখ হাসিনার মনে হইছে জিয়া মুজিব হত্যার মুল হোতা। তাইলে উনি যে ১৯৯৬ সালে মুজিব হত্যা মামলা করছিলেন সেইখানে এই মুল হোতার নাম বাদ দিছিলেন কেন? খন্দকার মুশতাক সহ তিনজন মৃত মানুষের নামে অভিযোগ গঠন করা হইছিলো সেইখানে জিয়ার নাম নাই কেন? মুল হোতার নাম নাই কেন? শেখ হাসিনার কাছে জবাব আছে?
যাই হোক আমরা ভাবছিলাম বিএনপি মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার জিয়ারে নিয়া কামান দাগানোতে নিশ্চিত হইলাম বিএনপি এখনো মরে নাই, বিএনপিরে এখনো আওয়ামী লীগ ডরায়।
যাই হোক, একটা জিনিস স্বীকার করছে শেখ হাসিনা তা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেয়ার দরকার ছিলো আর সেইটা সেনাবাহিনীর কাউরে দেয়া দরকার আছিলো, আর জিয়া সেইটা দিছেন।
কিন্তু ২৫-২৬ এই দুইদিন গুলি টুলি কইর্যা মানুষ মারলো যে জিয়া সেই জিয়ারে আওয়ামী লীগ নেতারা কোন মন্ত্র পইড়্যা ধরছিলো তা জানা দরকার। ধইর্যা কোথায় রাখছিলো তাও জানা দরকার। আর ২৫-২৬ তারিখে গুলি টুলি কইর্যা কোথায় কয়জনরে মারছিলো জিয়া সেইটাও জানা দরকার। নামধাম সহ।
সবচেয়ে বড় কথা এই মানুষটা গুলি করে বাঙালি মারলো ২৫-২৬ তারিখ। তারে দিয়াই সাতাশ তারিখে স্বাধীনতার ঘোষণা দেয়াইতে হইলো কেন? কেন ১৯৭২ আওয়ামী লীগ নেতারা শেখ মুজিবকে বলে নাই যে জিয়া ২৫-২৬ তারিখে বাঙালি খুন করছিলো? কেন এমন মানুষরে শেখ মুজিব উপ সেনা প্রধান বানাইলেন?
No comments