Header Ads

সর্বশেষ

এ্যানি খান রিটায়ার্ড এর পর হিজাব পরে আর মিয়া খলিফা তার ক্যারিয়ারের শুরু থেকেই!!

 


এনার নাম “এ্যানি খান” তিনি নাকি জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী।

সত্যি কথা বলতে আমরা যারা মিডিয়াতে আছি বা তার সাথে কাজ করেছি এর বাইরে খুব কম সংখ্যক মানুষই আছে যে তাকে চেনে! (হয়তো আমার ধারণা ভুলও হতে পারে)।

ওকে সে যেই হোক,

যে জন্য আমার এই লেখাটি তা হচ্ছে, কয়েকদিন ধরে ওনার এই হিজাব পরা ছবিটি বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকায় নিউজ হয়ে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, লক্ষ লক্ষ ছেলেরা দেখছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কমেন্টসও করছে, দেখে আমারও প্রানটা জুড়িয়ে গেল।

কিন্তু আমার জানা মতে ইসলাম ধর্মে নারীদের মুখ বা শরীরের যে কোন অঙ্গ ঘরের সদস্যদের বাইরে অন্য কেউ দেখা হারাম, আবার ঘরের মধ্যেও সবার দেখার নাকি জায়েজও নেই, তাহলে আপনি এখন সব কিছু জেনে আল্লাহর রাস্তায় আসার পরও আপনার এই মুখ খানা দিয়ে সবাই নিউজ করছেন কিন্তু কিছু বলছেন না যে?

কারণ আপনাকে নিয়ে পত্রিকার খবর গুলো পড়ে আমি জানলাম যে, আপনি ধর্মের প্রতি অনুরক্ত হয়ে অভিনয় ছেড়েছেন, মানে আপনি আপনার ভুল বুঝে গিয়েছেন এবং আপনার মাথায় থাকা গুনাহর বস্তা যত তারাতারি ফেলতে পারেন তা নিয়ে চিন্তায় আছেন!

কিন্তু যাওয়ার আগে যে আপনি আপনার এই মুখ খানা আবারো মিডিয়াতে ঘুরাচ্ছেন লক্ষ লক্ষ মানুষকে দেখাচ্ছেন এখন আপনার গুনাহ হয় না? কারণ আপনার তো এখন ইসলামী আইন বা শরিয়াহ পুরো মুখস্ত, নাকি যাওয়ার আগে লাস্ট মাইলেজটাও ছাড়বেন না আরকি!!

তবে মজার বিষয় হচ্ছে আপনি তো রিটায়ার্ড করার পর হিজাব পরা শুরু করেছেন আর মিয়া খলিফা তার ক্যারিয়ারের শুরু থেকেই এমন হিজাব পরে!!

No comments