Header Ads

সর্বশেষ

নারীদের জন্য বাংলাদেশ কখনো ছিলনা, এখনো নেই এবং ভবিষ্যতেও হবে না!

 


পৃথিবীর সব মানুষ মরে সাফ হয়ে গেলেও পুলিশের ঘুষ খাওয়া যে থেমে থাকেনা তার প্রমাণ তারা আবারো দিয়েছে।

যেখানে দলীয় লোকজনের বাইরে অন্য কেউ অপরাধ করার আগে শত মাইল দূর থেকে হলেও ধরে এনে হাজতে ভরেন আর একটি গ্রুপ আছে যারা ধরে আনার পর নাকি পালাতে গেলে গোলাগুলি হয় এবং আসামি গুলি খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়, আর এইসব কাজগুলো করতে আপনাদের মিনিটের উপড়ে ঘণ্টায় যায় না।

অথচ হিরা মণিকে দিনের আলোতে ধর্ষণ করে মেরে ফেলার অপরাধীদের এখন পর্যন্ত একটি লোমও ছিঁড়তে পারেনি! আপনাদের কাছে এটা এখন রকেট সায়েন্স বা আশেপাশের মানুষ সবাই গাঁজা খাচ্ছিল তাই কেউ কিছু বলতে পারছে না!!

  • আপনারা বাসায় কি সব পুরুষ মানুষই বসবাস করেন, কোন মহিলা মানুষ থাকেনা?
  • নারীদের সাথে কি আপনাদের কখনো চলাফেরাও হয় না?
  • ১৪ বছরের এক কিশোরী মেয়েকে ধর্ষণ করে হত্যার পর মায়ের বুকটা কটতুকু ফাটতে পারে আপনারা কি একটু আন্দাজও করতে পারেন না?

এই বাংলাদেশটা আসলে আপনাদের এবং সাথে সেই সব পুরুষদের যারা আপনাদের সাথেই বসবাস করা।

নারীদের জন্য এই বাংলাদেশ কখনো ছিলনা, এখনো নেই এবং ভবিষ্যতেও হবে না!

No comments